করোনার গণটিকা সকলের জন্য দাবিতে,জনতার রংপুরের ৱ্যালি
রংপুর থেকে,শাহ্ রায়হান বারী
১১ আগস্ট’২১,মাস্ক পরুন, নিচে বাঁচুন অন্যকে বাঁচান এই স্লোগানকে সামনে রেখে জনতার রংপুর সকাল ১১টায় রংপুর শাপলা চত্বর থেকে ডিসি মোড় পর্যন্ত মহানগরের প্রধান সড়কে এক ৱ্যালি অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক অধ্যাপক ডা: সৈয়দ মামুনুর রহমানের নেতৃত্বে ৱ্যালিতে অংশগ্রহণ করেন প্রাক্তন অধ্যাপক আব্দুস সোবহান, সাংস্কৃতিক কর্মী ডা: মফিজুল ইসলাম মান্টু, মোয়াজ্জেম হোসেন লাভলু, সংগঠক গৌতম রায়, কাজী মাজিরুল ইসলাম লিটন, কমরেড আব্দুল কুদ্দুস, রাতুজ্জামান রাতুল, মমিনুল ইসলাম,মুসফেকা রাজ্জাক শিলু,আইনজীবী কহিনুর বেগম,নারী নেত্রী রোমানা জামান,রেজাউল করিম,আবুল কালাম আজাদ,সাব্বির আহমেদ,বাবুল ও ইউসুফ প্রমুখ। এছাড়াও রংপুর মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার ছাত্র-তরুণ,যুবক এবং সামাজিক,সাংস্কৃতিক সংগঠকরা এতে অংশগ্রহণ করেন। ৱ্যালির শুরুতে জনতার রংপুর এর আহবায়ক ডা: মামুন বলেন, জনতার রংপুর একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। করোনা মহামারী শুরু থেকে রংপুরের বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃত্বে জনতার রংপুর গণপরিবহনে জীবাণু নাশক স্প্রে কর্মসূচি, সপ্তাহের অধিক গণমাস্ক বিতরণ ও করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন বিতরণ ও আক্রান্ত রোগীর সুচিকিৎসার দাবীতে নানা কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় করোনা প্রকোপ ঠেকাতে গণসচেতনতার কর্মসূচির অংশ হিসাবে জনসাধারণের টিকা গ্রহণ ও শারীরিক সুরক্ষা উৎসাহ যোগাতে এ কর্মসূচি পালন করছে। ৱ্যালিটি শাপলা চত্বর হয়ে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। নেতৃবৃন্দ আরো বলেন,সরকারকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। ৱ্যালি শেষে নেতৃবৃন্দ জনসাধারণের প্রতি সচেতনতার ও গণটিকার কর্মসূচিতে অংশ নেয়ার উদাত্ত আহবান জানান।